চট্টগ্রাম পার্কভিউতে নবজাতকের মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।

বিশেষ প্রতিনিধি রূপান্তর বাংলা –চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন কাতাল-গঞ্জ এলাকায় পার্ক ভিউ নামক একটি বেসরকারি হাসপাতালে সাখাওয়াত তানভীর নামের এক নবজাতক শিশুর মৃত্যু নিয়ে ধ্রুম্রজালের সৃষ্টি হয়েছে।

মৃত নবজাতকের পরিবারের বর্ণনা অনুযায়ী জানা যায়, গত ২০ জুলাই জেলার হাটহাজারী থানাধীন আলিফ হাসপাতাল নামের একটা বেসরকারি চিকিৎসা কেন্দ্রে, স্বাভাবিক ভাবে জন্ম হয় মৃত সাখাওয়াত তানভীর।

জন্মের পর থেকে শিশুটিকে অসুস্থ মনে হলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নগরীর বহদ্দারহাট শমসের পাড়া হাসপাতালে নিয়ে আসেন মৃত সাখাওয়াত তানভীরের মা-বাবা।
এই মুহুর্তে চিকিৎসক নেই বলে জানিয়ে দেন শমসের পাড়া হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় তারা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন।

পরে কোন উপায়ান্তর না পেয়ে পাচলাইশ থানাধীন পার্কভিউ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় শিশুটিকে।

শিশুটিকে এন,আই,সি,ইউ,তে ভর্তি করানোর পর থেকে অজানা কারণে শিশুটির সাথে তার মা’কেও দেখা করতে দেয়নি সংশ্লিষ্ট দায়িত্বরত চিকিৎসক গণ।

এদিকে চিকিৎসার কোন উন্নতি অবনতি কিছুই বুঝতে পারছেনা শিশুর বাবা-মা। আর কতদিন আইসিইউতে রাখতে হবে! কতো টাকা বিল আসতে পারে! এমন দুর্ভাবনা থেকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন মৃত তানভীরের বাবা।

এসময় পার্ক ভিউ থেকে নামিয়ে নিতে শিশুটির বাবা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। তখন পার্ক ভিউর ডাক্তার বলেন; যে সাখাওয়াত তানভীর কে আইসিইউতে ভর্তি করাতে হবে।

ঠিক সেই মুহুর্তে এক প্রকার জোরকরে শিশুটিকে দেখতে যায় মা-বাবা। গিয়ে দেখেন তাদের আদরের সন্তানের শরীর শীতল কোন শ্বাসপ্রশ্বাস নিচ্ছে না অর্থাৎ সে আরও অনেক আগে মারা গেছে।
তখন মৃত্যু শিশুটির বাবা ডাক্তারকে প্রশ্ন করলেন যে, আপনারা আমার মৃত ছেলেকে আইসিইউতে নিতে চাইলেন কেন? এমনিতেই ১২/১৩ দিন এনআইসিইউ’তে রেখে কতো টাকার ফর্দ তৈরি করছেন জানিনা? আবার আইসিইউ’র নামে কতো টাকা দায় দ্বারা করতে চান। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন নিহতের বাবা।

পরে তাদের পক্ষের লোকজন বেশি থাকায় মৃত সাখাওয়াত তানভীর এর মা-বাবার কাছ থেকে এনআইসিইউ’তে রাখার বিল ২ লক্ষ টাকা গুনতে হয়।

পরে আবার কি মনে করে ২০% ডিসকাউন্ট করে ২০ হাজার কিছু টাকা ফেরত দিয়ে মৃত সন্তানকে বুঝিয়ে দেয় পার্ক ভিউ’র কর্তৃপক্ষ।

এবিষয়ে মৃত সাখাওয়াত তানভীর এর পিতা এ প্রতিনিধি’কে বলেন আমার মৃত সন্তানকে এনআইসিইউ’তে রেখে ১লক্ষ ৮০ হাজার টাকার বাণিজ্য করছে পার্ক ভিউ হাসপাতাল।
এদিকে পার্ক ভিউ’র ম্যানেজারের জিয়ার মোবাইলে ফোন করা হলে সাংবাদিকের নাম শুনে, যোগাযোগ বিচ্ছিন্ন কর দেয়। পরে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি।
তবে ওয়ার্ডের জনৈক ডাক্তার বলেন এ বিষয়টি ফয়সালা করা হয়েছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে বলে তিনি জানান। বিষয়টি নিয়ে পরবর্তীতে তথ্য ভিত্তিক অনুসন্ধানী নিউজ প্রকাশ করা হবে।

মৃত সাখাওয়াত তানভীর হলো, রাউজান থানার, কোতোয়ালি ঘোনা গহিরা ইউনিয়ন মাষ্টার সাখাওয়াত ওসমানের ছেলে।