ময়মনসিংহে ২ এপিবিএন কর্তৃক ভিকটিম উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, ৪ নভেম্বর: ময়মনসিংহের মুক্তাগাছা থেকে মোছাঃ ফাতেমা আক্তার (১৫) (ছদ্মনাম) এন.এন পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহে নবম শ্রেনীর ছাত্রী। গত ২৩ অক্টোবর সকাল ৯টায় ভিকটিম নিজ বাড়ী হইতে স্কুলে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে তার পরিবার অনেক খোজাখুজি করিয়া কোথায় না পেয়ে ভিকটিমের মা মোসাঃ আয়শা বেগম বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি নিখোঁজ জিডি করে (যার নং-১২২৯, তারিখ- ২৬/১০/২০২৫ ইং) এবং আইনগত সহায়তা পাওয়ার জন্য জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ কল দিলে জাতীয় জরুরী সেবা বাদীকে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে আসার পরামর্শ প্রদান করে। ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ বরাবরে আইনগত সহায়তা চেয়ে মেয়েকে উদ্ধারের জন্য ০২/১১/২০২৫ ইং একটি আবেদন করে। বাদীর উক্ত আবেদনের প্রেক্ষিতে ২ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), মোঃ কুতুব উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন এর সাইবার ক্রাইম সেল কর্তৃক এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ সেলের উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ভিকটিমের বর্তমান অবস্থান সনাক্ত করে। ২ এপিবিএন, মুক্তাগাছা, এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৩ নভেম্বর রাত দেড় টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ভাটিপাড়া নামক স্থান হইতে ভিকটিম কে সুস্থ অবস্থায় উদ্ধার করে মুক্তাগাছা থানায় হস্তান্তর করেন।