ময়মনসিংহ জেলা প্রতিনিধি- : ময়মনসিংহের জেলার মুক্তাগাছা উপজেলার ৭নং ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে ১ একর জমির ১২’শ কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। এতে বাধা দেওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম করেছে। আহতদের মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র মতে ঘোগা ইউনিয়নের জামগড়া গ্রামের আনিছুর রহমান এর সাথে পাশের কাটাজানির গ্রামের জাল মাহমুদ জালে গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিজয়পুর মৌজার ১৭১ নং দাগের ১ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত জমিটি প্রায় ৫০ বছর যাবৎ স্থানীয় আনিছুর রহমান ভোগদখল করে আসছে। উক্ত জমিতে আনিছুর রহমান ১২’শ কলা গাছ লাগিয়ে ছিল। সম্প্রতি জাল মাহমুদ জালে ও আব্দুল কাদির দখল করার পায়তারা করে। গত ০৮/১১/২০২৫ইং শনিবার সকাল ১০টার দিকে জালে ও আব্দুল কাদিরে নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে অবৈধভাবে আনিছুর রহমান এর কলা বাগানে প্রবেশ করে সমস্ত কলা গাছ কেটে ফেলে। খবর পেয়ে আনিছুর রহমান ডলু, আব্দুল করিম ও রাসেল ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীরা তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে আনিছুর রহমান, আব্দুর করিম ও রাসেল গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারে আনিছুর রহমান ডলুর পুত্র মোঃ রাকিব হোসেন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
