রূপান্তর রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা খাগড়াছড়িতে বনখেকো সন্ত্রাসীদের চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে ও দিনে সরকারি বন জঙ্গল থেকে গাছ কেটে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে বন খেকোরা, বেপরোয়া ভাবে ফেলোডার (ভ্যাকু) মেশিন দিয়ে পাহাড় কাটার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে একটি চক্র, এই অব্যহত ধ্বংসযজ্ঞ ঠেকাতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্নবিদ্ধ জনমনে।
নাম প্রকাশ না করার লোকে স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন যারা পাহাড় কাটে বাঁশ ও গাছ কেটে পাচার করতেছে তারা স্থানীয় প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করে এসব কাজ করছে।
সম্প্রতি একাধিক সংঘবদ্ধ চক্র রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে কেটে ফেলা হয়েছে পৃথিবীর খুঁটি নামক এই টিলাভূমি। যা বিপর্যয়ের এক অশনিসংকেত।
সরেজমিনে গিয়ে দেখা যায়,জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন যেমন- তাইন্দং, তবলছড়ি, বর্ণাল, রামশিরা,বেলছড়ি,গোমতি, মাটিরাঙ্গা সদর ও পৌরসভাসহ বিভিন্ন পয়েন্টে নির্বিচারে মাটি উত্তোলন করা হচ্ছে। আইন অমান্য করে ফেলোডার (ভ্যাকু), কোদাল ও শাবল দিয়ে ফসলি জমির টপসয়েল ও লাল মাটির পাহাড় কাটা হচ্ছে। যার ফলে পাহাড়ের উপরের অংশ ন্যাড়া করে উজাড় করা হয়েছে গাছপালা। কোথাও খাড়া ভাবে, আবার কোথাও কাটা হচ্ছে আড়াআড়ি ভাবে। আর কিছু কাটা হচ্ছে উঁচু চূড়া থেকে। এভাবে হরেক রকম কায়দায় বেপরোয়া ভাবে কাটা হচ্ছে বিভিন্ন পাহাড়।
অপরদিকে গোমতি ইউনিয়নের গরগরিয়ায় রাতের অন্ধকারে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করা হচ্ছে। তাইন্দং, তবলছড়ি পুলিশ ফাঁড়ির সন্নিকটে পাহাড় কাটলেও কোন এক অদৃশ্যের কারণে নিরব পুলিশ প্রশাসন। তবলছড়ির শুকনাছড়িতে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া আঞ্চলিক সড়কের পাশে পাহাড় কেটে কৃষি জমি ভরাট করা হচ্ছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পাহাড় কেটে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে।
স্হানীয়দের অভিযোগ আগেও মাটি কাটা হতো,তবে এভাবে মাটি কাটার দৃশ্য আগে চোখে পড়েনি। ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর খাগড়াছড়িতে পাহাড় ও গাছ কাটার মাত্রা হঠাৎ বেড়ে যায়। তাদের দাবি, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগে এলাকায় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে গাছ পাহাড় খেকো চক্রটি দীর্ঘদিন ধরেই পাহাড় কাটা অব্যহত রেখেছে । নতুন ক্ষমতার সমীকরণ তৈরি হওয়ার পর সেই দৌরাত্ম্য আরও বেপরোয়া রূপ নিয়েছে। পাশাপাশি প্রশাসন নিরব থাকায় দিনদিন বেড়ে যাচ্ছে পাহাড় কাটার এই ধ্বংস লীলা।
অন্যদিকে গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজের অজুহাতে এস্কেভেটর (ভ্যাকু) ভাড়া করে এনে ইউনিয়ন পরিষদের সচিবদের ঢাল হিসেবেও ব্যবহার করেন এই চক্রটি। জনশ্রুতি রয়েছে বন পাহাড় খেকো সিন্ডিকেটের সাথে গোপন চুক্তিতে গাছ পাহাড় কাটায় সহযোগিতা করছে ইউপি সচিবরা।
২নং তবলছড়ি ইউপি সচিব ওসমানের নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি সহযোগিতার কথা অস্বীকার করে বলেন, আমার নাম ভাঙ্গিয়ে কে বা কারা এসব কাজ করে আমার জানা নেই। তবে
ইউনিয়ন পরিষদের টিআর ও কাবিখা প্রকল্পের কিছু কাজের জন্য এস্কেভেটর (ভ্যাকু) ভাড়ায় আনা হয়েছে। সরকারী কাজের বাহিরে অন্য কোন কাজের সাথে তার সম্পৃক্ততা নাই বলে জানান তিনি।
এদিকে সরকারি গাছ ও পাহাড় কাটা বন্ধে প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করলেও পাহাড়ে তা মানা হচ্ছে না। জেলার দীঘিনালা, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা ও খাগড়াছড়ি জেলা সদরে সবচেয়ে বেশি গাছ,পাহাড় কাটা চলছে।
প্রচলিত আইন অমান্য করে সরকারি গাছ, পাহাড় কাটায় ক্ষোভ জানান পরিবেশবাদীরা।
পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধনী ২০১০): এই আইনের ৬(খ) ধারা অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা ব্যক্তিমালিকানাধীন পাহাড়/টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ, তবে অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সাপেক্ষে কাটা যেতে পারে।
এই আইনে শাস্তির বিধান রাখা হয়েছে: প্রথম অপরাধে ২ বছর জেল ও ২ লক্ষ টাকা জরিমানা; পরবর্তী অপরাধে ১০ বছর জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত ।
পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক হাছান আহমেদ জানান, গাছ,পাহাড় কাটা বন্ধে জেলা প্রশাসনের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরও কাজ শুরু করেছে। অবৈধভাবে গাছ পাচার পাহাড় ও টিলা কাটার ঘটনায় সম্প্রতি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। দুটি ঘটনায় আদায় করা হয়েছে পরিবেশগত ক্ষতিপূরণ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান সাংবাদিককে বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিভিন্ন প্রশাসনের সাথে কথা হয়েছে। খুব শীঘ্রই ফেলোডার গুলো জব্দ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
