নানান আয়োজনে রাঙামাটিতে বৈশাখী টিভির ২১ বছর পূর্তি উদযাপন

জাহাঙ্গীর, রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙামাটিতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় রাঙামাটি শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বর্ষপূর্তি কর্মসূচির সূচনা করা হয়।

এরপর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ চ্যানেলের সকল সহকর্মী, বিজ্ঞাপনদাতা, শিল্পী-কলাকুশলী, কেবল অপারেটর এবং সারা দেশের দর্শক ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম, এডভোকেট লৎফুর নেছা, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, দৈনিক জনকণ্ঠের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সম্পাদক হাজী মোহাম্মদ আলী এবং সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মো: সোহেল রানা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান উল্ল্যাহ, দৈনিক ইত্তেফাকের রাঙামাটি প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, মাওলানা জমির উদ্দিন, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুপ মুৎসদ্দীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২১ বছরের পথচলায় বৈশাখী টেলিভিশন শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়— এটি কোটি দর্শকের ভালোবাসার প্রতীক। দেশীয় সংস্কৃতি, গান, মানুষের গল্প ও জীবনের বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে বৈশাখী টিভি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও বৈশাখী টিভি আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও দর্শকপ্রিয় হয়ে এগিয়ে যাবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।