জাতীয় পতাকা বিধিমালা লঙ্ঘন: রাঙামাটি পরিবার পরিকল্পনা কার্যালয়ে পতাকার অবমাননা,

স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোশারফ হোসেন সেলিম—জাতীয় শোক দিবস এর দিনে রাঙামাটিতে একটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকার অবমাননার খবর পাওয়া গেছে। শহরের ‘আঞ্চলিক পণ্যাগার, পরিবার পরিকল্পনা, রাঙামাটি’ কার্যালয়ে জাতীয় পতাকাটি বিধি বহির্ভূতভাবে উল্টো অবস্থায় উড়তে দেখা গেছে। একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের এমন কাণ্ডজ্ঞানহীনতায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে, শোকের দিনে শ্রদ্ধা ও গাম্ভীর্যের সাথে যখন দেশজুড়ে কর্মসূচি পালিত হচ্ছে, তখন রাঙামাটির এই কার্যালয়ে দেখা গেল ভিন্ন চিত্র। সরেজমিনে দেখা যায়, ভবনের সম্মুখভাগে টাঙানো বাংলাদেশের জাতীয় পতাকাটি উল্টো (সবুজ অংশের ওপর লাল বৃত্তটি নিচের দিকে) অবস্থায় ঝুলে আছে। পতাকা বিধিমালার তোয়াক্কা না করে এমনভাবে পতাকা প্রদর্শনকে জাতীয় প্রতীকের প্রতি চরম অবহেলা হিসেবে দেখছেন সচেতন মহল।​স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পতাকাটি কারেন্ট এই তারে ঝাড়ানো অবস্থায় রয়েছে। সরকারি অফিসের কর্মচারীদের উপস্থিতিতে কীভাবে এমন ভুল দীর্ঘক্ষণ ধরে চলতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। জনৈক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় পতাকা আমাদের গর্ব। শোকের দিনে একটি সরকারি প্রতিষ্ঠানে পতাকার এই দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সরাসরি জাতীয় পতাকার অবমাননা।
​বাংলাদেশ জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, জাতীয় পতাকা প্রদর্শন বা উত্তোলনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। পতাকার মানহানি বা ভুলভাবে প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। সরকারি প্রতিষ্ঠানে এমন ভুল দায়িত্বে অবহেলার শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
​এ বিষয়ে আঞ্চলিক পণ্যাগার, পরিবার পরিকল্পনা, রাঙামাটি কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। তবে সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন সমাজ এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।