বাতেন সরকারঃ আজ ১১.১১.২০২০ইং বেলা-৩.০০ঘটিকায় ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর যুগ্ম মহা-সচিব ও সাপ্তাহিক বাংলার সূর্যদয় পত্রিকার সম্পাদক এম এ মোতালিব হোসেন সহ Ntv’র অতিঃবার্তা প্রধান শহীদুল ইসলাম শহীদ ,দৈনিক ইত্তেফাক পত্রিকার আবুল কালাম,সময়ের আলো পত্রিকার খোকন,সূর্যদয় পত্রিকার সম্পাদক গেদু চাচা খ্যাত মোজাম্মেল হক ও করোনাকালী সময়ে নাফেরার দেশে চলে যাওয়া সাংবাদিদের স্মরণে বাংলাদেশ প্রেস কাউন্সিল হলরুমে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন(এফবিজেও)।
সভায় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।অনুষ্ঠানের প্রথমাংশে সভাপতিত্ব করেন এফবিজেও’রসিনিয়র ভাইস চেয়ারম্যান নজির আহম্মেদ এবং পরে এফবিজেও’র চেয়ারম্যান এসএম মোরশেদ। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা এইচ এম আলতাফ হোসেন মোল্লা।মোনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়।
পরে এফবিজেও এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয। এ সভায় সভাপতত্বি করে এফবিজেও এর স্থায়ী কমিটির চেয়ারম্যান লায়ন মো: নুর ইসলাম। সভায় ফেডারেশন এর কার্যকরি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটির বিলুপ্তি ঘোষণা করে স্থায়ী কমিটির সদস্য লায়ন এ এইচ এম ইব্রাহীম ভূঁইয়াকে আহবায়ক করে ০৭ (সাত)সদস্যের এডহক কমিটি গঠণ করা হয়।
কটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক লায়ন এডভোকেট এম এ মজিদ, যুগ্ম আহবায়কমো: রিয়াজইদ্দন রানা, সদস্য সচিব মো: মাহবুবুল ইসলাম, সদস্য মো: ফয়সাল রানা, মো: ফারুক হোসেন ও রাবিনা শেখ।এই কমিটি আগামী ০৩ মাসের মধ্যে নির্বাচন এর মাধ্যমে নতুন কমিটি উপহার দিবেন।