বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলায় মিনারা বেগম (৪৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টায় উপজেলার বকুলতলা গ্রামে। মিনারা বেগম ওই গ্রামের রাজ মিস্ত্রি মীর বাকি বিল্লাহর স্ত্রী। তবে আত্মহত্যার কারন বলতে পারেনি কেউ।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান জানান, তিন ছেলের জননী মিনারা খানম কিছুটা মানসিক ভারস্যম্যহীন ছিলেন। এছাড়া তিনি দুই বছর আগে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে মিস্ত্রি বাকি বিল্লাহ তার দুই ছেলেকে নিয়ে পার্শবর্তী এলাকায় কাজে চলে যান।
সকাল ৮ টার দিকে তার স্ত্রী মিনারা ছোট ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়ে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
