বাগেরহাটে ভোক্তা অধিকার দিবস উদযাপন

“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে
বাগেরহাটে ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট
জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়ানোর পর আলোচনা সভা অনুষ্টিত হয়। বেলুন

উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। এসময়
স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা
প্রশাসক খোন্দাকার মোহাম্মাদ রিজাউল করিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন
অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট সদর
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কনজুম্যার
এ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ (ক্যাব), বাগেরহাটের সভাপতি বাবুল সরদার,
বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ হায়দার, খান জাহান আলী কলেজের
অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন রাখী, চেম্বার অব কমার্সের সচিত নূরুল আলম
পিন্টু, ক্যাব সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ, চাউল ব্যবসায়ী সমিতির
সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সিএসও সদস্য কল্লোল সরকার-সহ স্থানীয়
গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,
বাগেরহাটের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত
হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে আইনের
যথাযথ প্রয়োগের পাশাপাশি দৃষ্টিভঙ্গীর পরিবর্তন এবং সামাজিক সচেতনতা
জরুরী।