চীন যেকোনও সময় হামলা চালাতে সক্ষম, সতর্কতা বিপিন রাওয়াতের

চীন যেকোনও সময় হামলা চালাতে সক্ষম, সতর্কতা বিপিন রাওয়াতের

নিউজ ডেক্স : গোটা দেশে করোনা মহামারি যখন ব্যাপক আকার ধারণ করেছে ঠিক তখনই নতুন অশনিসংকেত দিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন, চীন প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকায় যেকোনও সময় তারা ভারতের ওপর সাইবার হামলা চালাতে সক্ষম।

একইসঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন, তিন বাহিনীর মধ্যে আরও বেশি সমন্বয় ও পশ্চিমা দেশগুলোর সাহায্য প্রয়োজন।

পরিবর্তিত রণকৌশল নিয়ে গতকাল বুধবার এক আলোচনায় চীনের সাইবার হামলার প্রসঙ্গে সতর্ক করেন বিপিন।

তিনি বলেন, ভারত হয়তো ফায়ারওয়াল গড়ে তুলতে পারে। কিন্তু আক্রমণ হলে কত দ্রুততার সঙ্গে তার মোকাবিলা করা যাবে, সেটাই ভাবার। সেইসাথে বিপিন মনে করিয়ে দেন, সাইবার হানায় অনেক সময়েই বোঝা যায় না আক্রমণকারী কে, কোথা থেকে হামলা হলো।

বিপিনের এমন সতর্কতার ঠিক একদিন আগেই চেন্নাইয়ের প্রতিরক্ষা পরিষেবা প্রশিক্ষণের ডিএসএসসি কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সীমান্তে নতুন করে সমস্যা তৈরি হওয়া নিয়ে সতর্ক থাকতে বলেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে।

গেল বছরের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর সেই উত্তেজনা স্তিমিত হতে না হতেই নতুন করে সংঘর্ষের শঙ্কা তৈরি হচ্ছে।

নরবনে সেনাদের উদ্দেশ্যে বলেছেন, সীমান্তে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ভারতকে। সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত ও সতর্ক থাকতে হবে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে ৫ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে। সফরে তার স্ত্রী বীণা নরভনে ছাড়াও দুই সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।