বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মিতব্য দেশের আলোচিত ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক এস. আলম গ্রুপের “এসএস পাওয়ার প্ল্যান্ট” বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-পুলিশ-গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন৷ আহত অনেক শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন৷
শনিবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের ‘এসএস পাওয়ার প্ল্যান্টে’ এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিউর রহমান মজুমদার ৪জন শ্রমিকের মৃত্যুর খবর সাপ্তাহিক রুপান্তর বাংলাকে নিশ্চিত করেছেন। এছাড়া আহত ১২ জনকে আনা হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ হতাহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে জানান তিনি৷
আহতদের একজন পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে সাপ্তাহিক রুপান্তর বাংলাকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া৷ আহতরা হলেন, শাকিল (১৯), আমিনুল ইসলাম (২৫), দিদার (২১), বিল্লাল (২৬), আযাদ (১৮), মিজান (১৮), কামরুল ইসলাম (২৬), শিমুল (২৮), শহিদুল ইসলাম (২৩), ও হাবিবুল্লাহ (২০)। এই ঘটনায় বাঁশখালী থানার পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন বলে জানান বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম৷ এদিকে, সংঘর্ষে ৫জন শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে এলাকাবাসীসহ হাজার হাজার মানুষ পুরো বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রেখেছে। বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থানে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
