বাগেরহাট প্রতিনিধি : সড়ক দূর্ঘটনায় আহত বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ শাকিল খানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন যুবলীগ নেতা মেহেদি হাসান বাবু।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে খুলনার এ হোসেন হাসপাতালে শাকিলকে দেখতে গিয়ে তার চিকিৎসার সকল দায়িত্ব নেন তিনি। এসময় তিনি চিকিৎকদের সাথে কথা বলেন এবং শাকিলের সার্বিক খোজ খবর নেন। এর আগে ২৯ মে সাইনবোর্ড-কচুয়া আঞ্চলিক মহাসড়কের বটতলা এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় মোঃ শাকিল খান গুরুত্বর আহত হন। এতে শাকিলের পা ভেঙ্গে যায়। পরবর্তীতে শাকিলকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অপারেশনের জন্য খুলনার এ হোসেন ক্লিনিকে ভর্তি করা হয়। শাকিল খান কচুয়া উপজেলা শ্রমিক লীগ সভাপতি খান শহিদুল ইসলামের বড় ছেলে।
কচুয়া উপজেলা পরিষদের প্রায়ত চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ছেলে এবং রাড়িপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদি হাসান বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্বশীল হিসেবে শাকিল সব সময় দেশ ও দলের জন্য কাজ করেছে। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে শাকিল হাসপাতালে এ ঘটনায় আমি খুব কষ্ট পেয়েছি। শাকিলের সু-চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন সবই আমি করব। পূর্ণাঙ্গ সুস্থ্য না হওয়া পর্যন্ত শাকিলের চিকিৎসার সব ব্যয় বহন করার আশ্বাস দেন তিনি।
বাবু আরও বলেন, আমার বাবা এস.এম মাহফুজুর রহমান সারাজীবন যেকোন সমস্যায় কচুয়াবাসীর পাশে ছিলেন। পরিবারের থেকে স্থানীয় মানুষকে তিনি বেশি ভালবাসতেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করেছেন। আমি তার সন্তান হিসেবে মানুষের পাশে দাড়াতে চাই। আমার পরিবারের অন্য সদস্যরাও সব সময় মানুষের পাশে থাকবেন।
মেহেদি হাসান বাবুর এমন উদ্যোগে আপ্লুত শাকিল ও তার পরিবার। ছাত্র লীগ নেতা শাকিল খান ও তার পরিবার মেহেদি হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
