ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার সদর উপজেলার গান্না, মধুহাটি, সাধুহাটি, মহারাজপুর, পাগলাকানাাই ইউনিয়নে কয়এক হাজার জমিতে আমের চাষ হচ্ছে। সরজমিনে চোরকোল,বাজার গোপালপুর,ঝপঝপে পাড়া,বিশ্বাসের আমের বাগান কাশিমপুর গ্রামে হাজার হাজার কৃষকের আম বাগানে আম বিক্রি না হওয়ার কারনে আম পচে নষ্ট হয়ে যাচ্ছে। এরপর ঘন ঘন বৃষ্টিতে আম্রপলি আমে পোকা হয়ে যাচ্ছে।
তারপর ঝিনাইদহের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় দূর দূরান্ত থেকে আমের ব্যাপারী আসতে পারছে না। আসতে না পারায় এবং আমের ব্যাবসায়ীরা খুচরা ক্রেতাদের কাছে আম পৌছে দিতে না পারায় আজ কৃষকের এই বেহাল দশা। আম চাষী রবিউল, মুকুলের সাথে কথা হয়। তারা বলেন আমরা এনজিও থেকে লোন নিয়ে,ধার, দেনা করে আম চাষ করেছি এখন এদের টাকা কি ভাবে শোধ করবি ভাবছি।
একজন আম চাষীকে তার পঁচা আম দেখে বেহুশ হয়ে পড়ে। তাকে অনেকে ধরে মাথায় পানি দিতে দেখা যাই। আম চাষী নজরুল বলেন বছরের একটিবারের এই ফলনে কৃষকের সচ্ছলতা ফিরে আসে কিন্তু লক ডাউনে আম বিক্রি না হওয়ায় আজ আমাদের বেহাল দশা।
হাটে বাজারে দেখা যাই খুচরা আম বিক্রি হচ্ছে ১৫, ও ২০ টাকা কেজি দরে। এদিকে আবার সোমবার থেকে কঠোর লক ডাউন আম বাগান থেকে বিক্রি করতে না পারলে আম বাগানেই পঁচে নষ্ট হয়ে যাবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
