দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাঠাধোয়া পাড়া গ্রামে থাকার ঘরের বাঁশের ধন্না হতে এক গৃহ বধূর লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোহাব্বত কবির। জিজ্ঞাসাবাদের জন্য নববধূর স্বামী শামীম হোসেনকে আটক করা হয়েছে। শামীম পাঠাধোয়া পাড়ার আব্দুস সালামের পুত্র।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
