রাজস্থলী জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরণউচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।
” প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ “- এই প্রতিপাদ্যকে কে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১লা নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভায় বেকার যুবক- যুবতীদের মাঝে ১ লাখ ৩০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ইউএনও শান্তনু কুমার দাস, প্রধান অতিথির উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ওসি জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ
সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং প্রশিক্ষিত যুব যুবতীরা উপস্থিত ছিলেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
