ময়মনসিংহ ট্রেন-ট্রাক সংর্ঘষে আহত-২

ময়মনসিংহ থেকে- জিল্লুর রহমান– ময়ময়নসিংহ সদর উপজেলা বেগুন বাড়ি মধ্যপাড়া রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংর্ঘষে ২জন আহত হয়।
ঘটনাটি ঘটে ১০ নভেম্বর সকাল ৯.৪৫মিনিটে জামালপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী ৩৮ডাউন ট্রেনটি বেগুন বাড়ি রেল স্ট্রেশন থেকে ৩০গজ পশ্চিমে মধ্যপাড়া রেলক্রসিং এ দূর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি দূমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় সূত্রে জানাযায়,ট্রাকটি বালু উত্তালনের জন্য যাওয়ার সময় ট্রেন লাইন ক্রস করতে গিয় ট্রাকটি মাঝ পথে আটকে যায়।
এ সময় জামালপুর থেকে আসা ৩৮ডাউন ট্রেনটি ট্রাকের মাঝ ভরাভর আঘাত করে এতে বরিয়ান গ্রামের তহুর আলীর পুত্র, ড্রাইভার জসিম উদ্দিন(৩০) ও হেলপার বেগুন বাড়ি গ্রামের দুলাল উদ্দিনের পুত্র, জাহাঙ্গীর(২৩) ট্রাক থেকে ছিটকে পরে য়ায় ।পরে স্হানীয় লোকজন এসে তাদেরকে মূর্মষ অবস্হায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল নিয়ে যায়।
বর্তমান তারা আইসিইউতে চিৎকিসাধীন আছে।
এ ব্যাপারে ময়মনসিংহ সদর উপজলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ ইউসুফ আলী জানান বালু মহালের দীর্ঘদিন যাবত ইজারা না থাকায় ,ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ্য ভাবে বালু উত্তালন করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল ।তাদের বালুবাহী গাড়ীগুলা অহরহ বালু নিয়ে বেপোরোয়া ভাবে পারাপার হচ্ছে যার দরুন প্রায়ই এ ধরনের দূর্ঘনা ঘটছে।