নিজস্ব প্রতিনিধি জামাল পুর–
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা গোয়ালমইপাড় এলাকার আব্দুর রহিমের গোয়াল ঘরে বুধবার রাতে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে দুইটি গর্ভবতী গরু পুড়ে মারা যায়। ঘটনা জানতে পেরে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আব্দুর রহিম বলেন আমার কোন সহায় সম্বল নেই। ছিল মাত্র দুইটি গরু। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। আগুনে পুড়ে আজ তাও শেষ হয়ে গেছে। আমি ও আমার পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন বিষয়টি জানতে পেরেছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি সহযোগিতার চেষ্টা করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
