এম.এ.রফিক : জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ এর বিশেষ উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর হয়ে গুরুত্বপূর্ণ অভিযানিক কর্মকান্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, আন্তঃর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারে সাফল্য অর্জন করায় জামালপুর জেলা পুলিশ পেয়েছে আইজিপি জুন ২০২৩ পুরষ্কার। জানা যায়, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে জামালপুর জেলা পুলিশ সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আইজিপি পুরষ্কার জুন ২০২৩ পায় জামালপুরের জেলা পুলিশ। এর মধ্যে রয়েছে, সদর থানা পুলিশের অভিযানে আন্তঃর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করে। নরুন্দি তদন্ত কেন্দ্রের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার করে। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক চোরাই অটোরিক্সা উদ্ধার ও অপরাধীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। এছাড়া জামালপুর সদর থানাধীন নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ চর চক্রের একজন সদস্য সহ অটোরিক্সা উদ্ধার করে। এ বিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ বলেন, আইজিপি পুরষ্কার পেয়ে জামালপুরের পুলিশ সদস্যরা আরো বেশি পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহিত হবেন। এছাড়া তিনি জামালপুর পুলিশ এর পক্ষ থেকে আইজিপি মহোদয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
