Tag Archives: কলেজের সামনে স্পীড ব্রেকারে সড়ক দূর্ঘটনায় নিহত ১

সরকারি ভেটেরিনারি কলেজের সামনে স্পীড ব্রেকারে সড়ক দূর্ঘটনায় নিহত ১ 

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারের অদুরে  অবস্থিত ভেটেরিনারি কলেজের সামনে শুক্রবার ভোর ৬ টার দিকে গতিরোধকেরের উপর আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে চালক রইচ উদ্দিন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহতহের লাশ প্রশাসন উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত রইচ হরিণাকুন্ডু উপজেলার সে শাখারীদহ বাজারের আফতাব বিশ্বাসের ছেলে। সরেজমিনে দেখা গেছে,ভেটেরিনারি কলেজের সামনে কাছা কাছি দুইটি গতিরোধক বসানো হয়েছে।কিন্তূ এই গতিরোধকের ...

বিস্তারিত »