টানা চতুর্থবারের মতো বিজয়ী হওয়ায় টিউলিপ সিদ্দিক‘কে জয়-পুতুল পরিষদের অভিনন্দন

রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা—
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। টানা চতুর্থবারের মতো বিজয়ী হওয়ায় টিউলিপ রেজওয়ানা সিদ্দিক‘কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জয় পুতুল পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজ উদ্দিন রানা।
শুক্রবার (৫ জুলাই) এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান জয় পুতুল পরিষদের সাধারণ সম্পাদক ।
অভিনন্দন বার্তায় জয় পুতুল পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব রিয়াজউদ্দিন রানা বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক পুনরায় বিজয়ী হওয়ায় বিশ্ববাসীর নিকট সামগ্রিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরো উজ্জ্বল হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ সিদ্দিক‘র এই জয় সেই সাফল্যে নতুন মাত্রা যুক্ত করেছে। আমি টিউলিপ সিদ্দিক‘কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি।
উল্লেখ্য, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন টিউলিপ সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে লেবার পার্টির প্রার্থী হিসেবে ভোটে লড়ে তিনি মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ ভোট। ২০১৯ সালের নির্বাচনের ভোটের চেয়ে টিউলিপের এবছরের ভোটের সংখ্যা দশমিক ৭ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে শক্তিশালী ৭ প্রার্থীকে হারিয়ে প্রথমবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*