মুক্তাগাছায় কবরস্থান জবর-দখলের অভিযোগ

ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের ঈশ্বরগ্রাম মৌজায় হালেমন নেছা বেওয়া কবরস্থান (ওয়াক্ফ এস্টেট) এর জমি জবর-দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ঈশ্বরগ্রামের আব্দুস সামাদের পুত্র মোঃ জহির রায়হান সোহাগ।

অভিযোগে জানা যায়, মুক্তাগাছা পৌর সভাধীন ঈশ্বরগ্রাম মৌজায় এসএ ১৭১ দাগে ০.১৯ একর ভূমি হালেমুন নেছা বেওয়া কবরস্থান হিসেবে জনস্বার্থে ২৩/০৯/১৯৮৬ ইং তারিখ ১০৩৮০ নং দলিল মূলে রেজিষ্ট্রি করে দেন (যার বিআরএস দাগ নং ৫২৭, ৫২৭/৯০০)। উক্ত জমি বিআরএস রেকর্ডে শ্রেণি কবরস্থান হিসেবে রেকর্ডভুক্ত হয়। ইতিমধ্যে উক্ত কবরস্থান সরকারি ভাবে ওয়াক্ফ এস্টেট কবরস্থান হিসেবে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন কার্যালয় ৪, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০ থেকে ২০/০২/২০১৩ ইং তারিখ স্মারক নং-ও.প্র:/ময়/১৫৪ মূলে তালিকা ভুক্ত ও কমিটি অনুমোদন প্রাপ্ত হয়। উক্ত কবরস্থানটি যথাযথ হেফাজত না হওয়ায় এবং শহরের জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু ভূমি দস্যু কবরস্থানের জমি অবৈধভাবে দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। ইতিমধ্যে কিছু জমি বেদখল হয়ে গেছে বলে অভিযোগে জানা যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক বেহাত জমি উদ্ধারের জন্য স্থানীয় জনগণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।