দুর্গম অঞ্চলের মানুষ পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে– বিগ্ৰেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক

স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি—-রাঙ্গামাটির দুর্গম অঞ্চলের মানুষ পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে বিগ্ৰেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক রাঙ্গামাটি কাউখালী চেলেছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিগ্ৰেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এসপিপি এএফডব্লিউ পিএসসি বলেছেন,এই দুর্গম এলাকার মানুষকে পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে একটি সশস্ত্র দুস্কৃতিকারীরা । শিক্ষা ,চিকিৎসা কর্মসংস্থান থেকে বঞ্চিত রাখা হয়েছে। দুর্গম এলাকার খেটে কাওয়া জনগণকে জিম্মি করার অভিযোগ করেন, চাঁদাবাজ বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ।

০৭ ডিসেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে,ঘাগড়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীত বস্ত্র,বিতরণ এবং দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ* প্রদান করা হবে। অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার,রাঙ্গামাটি রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক,এসপিপি,এএফডব্লিউসি,পিএসসিএবং জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি*, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান , স্থানীয় চেয়ারম্যান, প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, আমন্ত্রিত শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।