ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ফুলপুর, ত্রিশাল, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, নান্দাইল, ধোবাউড়া উপজেলাসহ ইউনিয়ন পর্যায়েও এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির কার্য্যালয়ে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেন। বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অন্যদিকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নেও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে বিদ্যাগঞ্জ মদিনাতুল উলূম মাদরাসায় বেলা ২ টায় মিলাদ মাহফিল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মোঃ হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সোহেল,
ইউনিয়ন জাপার অন্যান্য নেতৃবৃন্দসহ এবং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ উপদেষ্টা কমিটির সদস্য আনসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ সরকার বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক হোসাইন মোহাম্মদ এরশাদ এদেশের মানুষের উন্নয়নের জন্য ইতিহাস সৃষ্টি করে গেছেন।
হোসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ধর্ম ‘ইসলাম’, শুক্রবারের সাপ্তাহিক ছুটি ঘোষণা, আন্ত: নগর ট্রেন চালু, ঢাকা শহরের চারপাশে বেরিবাধ, জাতীসংঘে সেনাবাহিনী প্রেরণ, দেশে উপজেলা পদ্ধতি চালু, মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ, সরকারী চাকুরীজীবিদের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
