সংবাদ শিরোনাম

দুমকি উপজেলায়, গরু লুঠ মামলার ২ আসামি আটক ।।

দুমকি উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা –পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মসজিদের ইমামের ৪ গরু লুঠ মামলার প্রধান আসামি সুদ কারবারি কানিজ ফাতেমা ওরফে পপি হাওলাদার (৩৫) ও তার ছেলে তাশমিম হাওলাদারকে (২০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানা পুলিশের সহায়তায় দুমকি থানা পুলিশের একটি টিম বগা বন্দরস্থ বাসা থেকে তাদের আটক করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর বাউফল থানা পুলিশের সহায়তায় আসামীদ্বয়কে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আটককৃত আসামিদ্বয়কে গরু লুঠের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরগরবদি গ্রামের হানিফ গাজীর ছেলে একটি মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু সালেহর বাড়ি থেকে ২টি গাভী গরু বাচ্চাসহ লুঠের ঘটনাটি ঘটে। পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা চিহ্নিত সুদ কারবারি লেডি সন্ত্রাসী পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনী জোড়পূর্বক বাচ্চাসহ ৪গরু জোড়পূর্বক লুট করে নিয়ে যায়। এব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে ওইদিন সন্ধ্যায় দুমকি থানায় গরু লুঠের মামলা দায়ের করেছেন। (দুমকি থানার মামলা নং ০২।)।। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*