বাগেরহাটে লানিং এন্ড আনিং ডেভলপমেন্ট প্রকল্পের ফ্রি অনলাইন প্রশিক্ষনের উদ্বোধনী শুরু

দেশের তরুন-তরুনীদের আউটসোসিং বিষয়ে সক্ষতা বৃদ্ধি করে মানব সম্পদ উন্নয়নের লক্ষে আইসিটি বিভাগের অধীনে লানিং এন্ড আর্নিং
ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রফেশনাল আউট সোসিং প্রশিক্ষন প্রদানের উদ্যোগ গ্রহন করেছে সরকার। এই প্রশিক্ষনের অধিনে তিনটি
বিষয়ে (ডিজিটাল মাকেটিং , গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট) ৪০ হাজার প্রশিক্ষনার্থীকে অনলাইনে প্রশিক্ষন কার্যক্রম
হিসাবে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের আইসিটি ডিভিশনের তত্বাবধানে ও বাগেরহাট জেলা প্রশাসনের সার্বিক
সহযোগীতায় গতকাল বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অন লাইন প্রশিক্ষন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, তিনি উদ্বোধনী সভায় এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে সকলকে
আন্তরিকতার সাথে প্রশিক্ষন গ্রহন করার জন্য সকলের প্রতি আহব্বান জানান। এসময় উক্ত উদ্বোধনী সভায় সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট (আইসিটি লাইব্রেরী) মো: মনজুরুল ইসলাম, প্রেগ্রামার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর) মো: শরিফুল ইসলাম, বাগেরহাট
প্রেস ক্লাবের সভাপতি এ্যাড: এম,ডি মোজাফর হোসেন,প্রতিষ্ঠানের পরামর্শক ও নির্বাহী কর্মকর্তা কাশিফ আলী খান,আতিকুল ইসলামসহ
জেলা প্রশাসনের অন্যেন্য কর্মকর্তা,ও সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, সর্বনিন্ম ইচ,এস,সিবা সমমান পাশ যে
কোনো বয়সী আগ্রহী নারী পুরুষ,বাংলাদেশ সরকারের অর্থায়ানে বিনা মুল্যে এই প্রশিক্ষনে অংশ নিতে পারবেন। এপর্যন্ত ৫০দিন ব্যাপী (২০০
ঘন্টায়) লানিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এর প্রকল্পে অংশ গ্রহন করার জন্য প্রায় তেরশ জন ইতি মধ্যে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। এই
রেজিষ্ট্রেশনকৃত প্রাথী থেকে বাছাই করে যাদের ব্যক্তিগত কম্পিউটর ও ইন্টারনেট সংযোগ রয়েছে তাদেরকে অগ্রাধীকার দিয়ে ব্যাচ গঠন করা
হয়েছে। সফল ভাবে প্রশিক্ষন সম্পন্নকারীদেরকে আইসিটি ডিভিশন কতৃক সনদ প্রদান করা হবে।প্রশিক্ষনের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে
আয় ও স্থানীয় প্রতিষ্ঠানে চাকরীর উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি হবে।সর্বনিন্ম ২০টি ব্যাচে ৪০০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করতে
পারবেন এবং যারা এই প্রশিক্ষন গ্রহন করতে ইচ্ছুক তারা এখনো রেজিষ্ট্রেশন করতে লানিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের
ledp.ictd.gov.bd/registration  ওয়েব সাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।