কেশবপুর (যশোর), সংবাদদাতা : কেশবপুরে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা ও খন্ডচিত্র প্রদর্শন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (আইটি) ও ভারপ্রাপ্ত এজিএম (এসএম) রাম কুমার ঘোষ, কেশবপুর জোনাল অফিসের (ডিজিএম) এস.এম শাহীন আহসান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি এনামুল হাসান রাজু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।