নিজের জন্মদিনেও গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।
মঙ্গলবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর থানার বিভিন্ন এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন নিজ হাতে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করেন। এসময় তিনি সচেতনতামূলক পরামর্শ দেন এবং সবাই কে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে বলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন বলেন, গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় ইচ্ছা থাকলো কিছু কিছু জায়গায় সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হচ্ছে না।
তারপরেও আমরা জনসাধারণকে সচেতন করার চেষ্টা অব্যাহত রেখেছি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে আমাদের আরও সচেতন হতে হবে, আপনারা একটু সচেতন হলেই করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো। এসময় কোনাবাড়ী কাশিমপুর জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই মারমা,কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলি খান সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
